26

আবূ হুরাইরাহ (রা.) হতে বর্ণিত,
রাসূলুল্লাহ (সা.) বলেছেন:

“সাত প্রকারের লোক, যাদেরকে আল্লাহ কিয়ামতের দিন তাঁর ছায়াতলে আশ্রয় দিবেন, যেদিন তাঁর ছায়া ভিন্ন অন্য কোনো ছায়া হবে না।

১. ন্যায়পরায়ণ বাদশাহ।
২. আল্লাহর ইবাদতে নিয়োজিত যুবক।
৩. এমন ব্যক্তি যে আল্লাহকে নির্জনে স্মরণ করে আর তার চক্ষুযুগল অশ্রুসিক্ত হয়।
৪. এমন ব্যক্তি যার অন্তর মসজিদে আটকে থাকে।
৫. এমন দু’ব্যক্তি যারা আল্লাহর উদ্দেশ্যে পরস্পর ভালোবাসা স্থাপন করে।
৬. এমন ব্যক্তি যাকে কোনো সুন্দরী রুপসী রমনী নিজের দিকে আহব্বান করলো; আর সে বললো, আমি আল্লাহকে ভয় করি।
৭. এমন ব্যক্তি যে সাদাকাহ করলো আর এমন গোপনে করলো যে, তার বাম হাত জানে না যে তার ডান হাত কী করে।”

(বুখারী : ৬৮০৬)

Abdullah As-Sadeed
Abdullah As-Sadeed

Prefers coding from scratch. Loves the Linux kernel.