44

উমর ইবনু খাত্তাব (রা.) থেকে বর্ণিত,
তিনি বলেন: “একবার নবী (সা.)-এর নিকট কিছু সংখ্যক বন্দী আসে। বন্দীদের মধ্যে একজন মহিলা ছিল। তার স্তন দুধে পূর্ন ছিল। সে বন্দীদের মধ্যে কোনো শিশু পেলে তাকে ধরে কোলে নিতো এবং দুধ পান করাতো।

নবী (সা.) আমাদের বলেন: “তোমরা কি মনে করো, এ মহিলা তার সন্তানকে আগুনে ফেলে দিতে পারে?”

আমরা বললাম: “না। ফেলার ক্ষমতা রাখলেও সে কখনো করবে না।”

তারপর তিনি বলেন: “এ মহিলাটি তার সন্তানের উপর যতটুকু দয়ালু, আল্লাহ তার বান্দার উপর তদাপেক্ষা অধিক দয়ালু।””

(বুখারী : ৫৯৯৯)

Abdullah As-Sadeed
Abdullah As-Sadeed

Prefers coding from scratch. Loves the Linux kernel.