Da'waat

84

হুযাইফা (রা.) হতে বর্ণিত,
তিনি বলেন:

“হে কুরআন পাঠকারী সমাজ! তোমরা (কুরআন ও সুন্নাহর উপর) সুদৃঢ় থাকো। নিশ্চয়ই তোমরা অনেক পিছনে পড়ে আছো। আর যদি তোমরা (সিরাতে মুস্তাকীম থেকে সরে গিয়ে) ডান কিংবা বামের পথ অনুসরণ করো, তাহলে তোমরা (হিদায়াত থেকে) অনেক দূরে সরে যাবে।”

(বুখারী : ৭২৮২)

83

আবদুল্লাহ (রা.) হতে বর্ণিত,
রাসূলুল্লাহ (সা.) বলেছেন:

“সত্য নেকীর দিকে পরিচালিত করে আর নেকী জান্নাতের দিকে পৌঁছায়। আর মানুষ সত্যের উপর প্রতিষ্ঠিত থেকে অবশেষে সিদ্দীকের দরজা লাভ করে।

আর মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। পাপ তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আর মানুষ মিথ্যা কথা বলতে বলতে অবশেষে আল্লাহর কাছে মহামিথ্যাবাদী রূপে সাব্যস্ত হয়ে যায়।”

(বুখারী : ৬০৯৪)

82

রাসূলুল্লাহ (সা.) বলেছেন:

“যে ব্যক্তি তালাক দেওয়ার উদ্দেশ্যে বিবাহ করে, সে এবং যে স্বামী তালাক দেওয়ার পর পুনরায় গ্রহণের ইচ্ছায় তাকে অন্যের নিকট বিবাহ দিয়ে তার জন্য হালাল করে লয়, তারা উভয়েই অভিশপ্ত।”

(আবূ দাউদ : ২০৭২)

81

আয়িশাহ (রা.) হতে বর্ণিত,
নবী (সা.) বলেছেন:

“আল্লাহর নিকট ঘৃণিত মানুষ হচ্ছে অতিরিক্ত ঝগড়াটে ব্যক্তি।”

(বুখারী : ৪৫২৩)

80

আবূ হুরাইরাহ (রা.) হতে বর্ণিত,
এক ব্যক্তি নবী (সা.)-এর নিকট বললো: “আপনি আমাকে অসিয়ত করুন।”

তিনি বললেন: “তুমি রাগ করো না।”

লোকটা কয়েকবার তা বললেন, নবী (সা.) প্রত্যেক বারই বললেন: “রাগ করো না।”

(বুখারী : ৬১১৬)

79

আবদুল্লাহ‌ ইবনু মাসউদ (রা.) হতে বর্ণিত,
নবী (সা.) বলেছেন:

“কোনো নারী যেন অন্য কোনো নারীর সঙ্গে সাক্ষাত করে তার বর্ণনা নিজ স্বামীর নিকট এমনভাবে না দেয়, যেন সে (স্বামী) তাকে (ঐ নারীকে) দেখতে পাচ্ছে।”

(বুখারী : ৫২৪০)

78

আবূ উযাইনাহ স্বাদাফী (রা.) হতে বর্ণিত,
রাসূলুল্লাহ (সা.) বলেছেন:

“তোমাদের সর্বশ্রেষ্ঠ স্ত্রী সে, যে প্রেমময়ী, অধিক সন্তানদাত্রী, যে (স্বামীর) সহমত অবলম্বন করে, (স্বামীকে বিপদেশোকে) সান্ত্বনা দেয় এবং সেই সাথে আল্লাহর ভয় রাখে।”

(বাইহাক্বী : ১৩২৫৬)

77

আনাস ইবনু মালিক (রা.) হতে বর্ণিত,
রাসূলুল্লাহ (সা.) বলেছেন:

“তোমরা পরস্পর বিদ্বেষ ভাবাপন্ন হয়ো না, হিংসা করো না এবং একে অপর থেকে বিচ্ছিন্ন থেকো না। আর তোমরা সবাই আল্লাহর বান্দা ও পরস্পর ভাই-ভাই হয়ে থেকো। কোনো মুসলিমের জন্য জায়েয নয় যে, সে তার ভাই থেকে তিন দিনের বেশী সম্পর্ক ছিন্ন করে থাকবে।”

(বুখারী : ৬০৭৬)

76

আবদুল্লাহ (রা.) হতে বর্ণিত,
তিনি বলেন:

“উত্তম বাণী হলো আল্লাহর কিতাব। আর সবচেয়ে উত্তম চরিত্র হলো মুহাম্মদ (সা.)-এর চরিত্র।”

(বুখারী : ৬০৯৮)

75

আবদুল্লাহ ইবনু উমর (রা.) হতে বর্ণিত,
রাসূলুল্লাহ (সা.) বলেছেন:

“যদি কোনো ব্যক্তির আসরের সালাত ছুটে যায়, তাহলে যেন তার পরিবার-পরিজন ও মাল-সম্পদ সব কিছুই ধ্বংস হয়ে গেল।”

(বুখারী : ৫৫২)