27

আবূ হুরাইরাহ (রা.) হতে বর্ণিত,
রাসূলুল্লাহ (সা.) বলেছেন:

“তোমরা পরস্পর হিংসা করো না,
পরস্পর ধোকাবাজি করো না,
পরস্পর বিদ্বেষ পোষণ করো না,
একে অপরের ক্ষতি করার উদ্দেশে অগোচরে শত্রুতা করো না,
এবং একে অন্যের ক্রয়-বিক্রয়ের উপর ক্রয়-বিক্রয়ের চেষ্টা করবে না।

তোমরা আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে থাকো। এক মুসলিম অপর মুসলিমের ভাই। সে তার উপর অত্যাচার করবে না, তাকে অপদস্ত করবে না এবং হেয় প্রতিপন্ন করবে না।”

“তাকওয়া এখানে”, এ কথা বলে রাসূলুল্লাহ (সা.) তিনবার তাঁর বক্ষের প্রতি ইঙ্গিত করলেন।

“একজন মানুষের মন্দ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে, সে তার ভাইকে হেয় জ্ঞান করে। কোনো মুসলিমের উপর প্রত্যেক মুসলিমের জান-মাল ও ইযযত-আবরু হারাম।”

(মুসলিম : ২৫৬৪)

Abdullah As-Sadeed
Abdullah As-Sadeed

Prefers coding from scratch. Loves the Linux kernel.