17

“পুরুষরা নারীদের অভিভাবক ও ব্যবস্থাপক। কারণ, আল্লাহ তাদের একের উপর অপরকে শ্রেষ্ঠত্ব দিয়েই সৃষ্টি করেছেন। তাছাড়া পুরুষরা তাদের (নারীদের) জন্যে নিজেদের মাল-সম্পদ ব্যয় করবে।

সতী সাধ্বী স্ত্রীরা হয়ে থাকে অনুগত এবং তারা স্বামীর অনুপস্থিতিতে হিফাযত করে আল্লাহ তাদের যা হিফাযত করার নির্দেশ দিয়েছেন।

তোমরা যেসব স্ত্রীর ব্যাপারে অবাধ্যতার আশংকা করো, তাদেরকে:
(প্রথমে) বুঝাও, উপদেশ দাও,
(দ্বিতীয় পর্যায়ে) তাদের সাথে শয্যা গ্রহণ করতে অস্বীকার করো,
(তাতেও সুপথে না এলে, অবশেষে) প্রহার করো।

যেকোনো পর্যায়ে যখন তারা তোমাদের অনুগত হয়ে যাবে, তখন আর তাদের উপর নির্যাতন চালাবার বাহানা তালাশ করোনা। নিশ্চয়ই আল্লাহ মহান এবং শ্রেষ্ঠ।”

(৪. সূরাতুন নিসা : ৩৪)

Abdullah As-Sadeed
Abdullah As-Sadeed

Prefers coding from scratch. Loves the Linux kernel.