Da'waat

134

হুমায়দ ইবনু আবদুর রাহমান ইবনু আওফ (রা.) মুআবিয়া ইবনু আবূ সুফইয়ান (রা.)-কে বলতে শুনেছেন, যখন তিনি মিম্বারে দাঁড়িয়ে (ভাষণ দেয়ার সময়) একটি (নকল) চুলের খোপা হাতে নিয়ে, যা একজন দেহরক্ষীর হাতে ছিল, বলেছিলেন:

“হে মদিনাবাসী! তোমাদের আলিম সমাজ কোথায়? আমি শুনেছি, রাসূলুল্লাহ (সা.) এরূপ জিনিস নিষেধ করেছেন এবং তিনি বলেছেন: “বনী ইসরাঈল তখনই হালাক হয়েছে, যখন তাদের স্ত্রীলোকেরা এসব গ্রহণ করেছে।””

(মুসলিম : ৫৩৯৩)

133

সামুরা (রা.) হতে বর্ণিত,
(বিয়ে না করে) চিরকুমার থাকতে রাসূলুল্লাহ (সা.) বারণ করেছেন।

যাইদ ইবনু আখযাম (রা.)-এর বর্ণিত হাদীসে আরো আছে, এ আয়াতটি কাতাদাহ (রা.) পাঠ করেন:
“আমরা আরো অনেক রাসূলকেই (আ.) তোমার পূর্বে প্রেরণ করেছি এবং তাদেরকে স্ত্রী ও সন্তান দিয়েছি।”
(সূরাতুর রা’দ : ৩৮)

(তিরমিজী : ১০৮২)

132

আবূ হুরাইরাহ (রা.) হতে বর্ণিত,
রাসূলুল্লাহ (সা.) বলেছেন:

“ইয়াহুদী নাসারাদের আগে সালাম দিও না। আর তাদের কাউকে পথে দেখলে তাকে তার সংকীর্ণ অংশে (চলতে) বাধ্য করো।”

(মুসলিম : ৫৪৭৬)

131

উম্মুল মু’মিনিন উম্মে সালামা (রা.) হতে বর্ণিত,
রাসূলুল্লাহ (সা.) বলেছেন:

“যে ব্যক্তি রৌপ্য পাত্রে পান করে, সে তার পেটে জাহান্নামের আগুন ঢুকায় মাত্র।”

(মুসলিম : ৫২১২)

130

আয়িশাহ (রা.) হতে বর্ণিত:

“রাসূলুল্লাহ (সা.) রমযানের শেষ দশক ইতিকাফ করতেন। তাঁর ওফাত পর্যন্ত এই নিয়মই ছিল। এরপর তাঁর সহধর্মিনীগণও (সে দিনগুলোতে) ইতিকাফ করতেন।”

(বুখারী : ২০২৬)

129

“এবং তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতে সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গিনীদেরকে, যাতে তোমরা তাদের সাথে শান্তিতে বাস করতে পারো এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন।

চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে।”

(৩০. সূরাতুর রুম : ২১)

128

আলক্বামাহ (রা.) হতে বর্ণিত:
তিনি বলেন,
“আমি আবদুল্লাহ ইবনু মাস’ঊদের (রা.) সাথে মিনায় হাঁটছিলাম। এ সময় উসমান (রা.)-এর সাথে দেখা হলে তিনি আবদুল্লাহ (রা.)-এর সাথে নির্জনে আলাপ করেন। অতঃপর আবদুল্লাহ (রা.) যখন দেখলেন, এ বিষয়ে তার কোনো প্রয়োজন নেই, তখন তিনি আমাকে বললেন: “হে আলক্বামাহ! এদিকে এসো।”

আমি এলে উসমান (রা.) তাঁকে বললেন: “হে আবূ আবদুর রহমান! আমরা কি আপনার সাথে একটি কুমারী মেয়ে বিয়ে দিবো, যাতে আপনি অতীতের প্রাণচাঞ্চল্য ফিরে পান?”

আবদুল্লাহ (রাঃ) বললেন: “আমি এরূপ এজন্যই বলেছি যে, আমি রাসূলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি:

“তোমাদের কেউ বিয়ের সামর্থ্য রাখলে সে যেনো অবশ্যই বিয়ে করে। কেননা বিয়ে দৃষ্টিকে সংযত রাখে এবং যৌন জীবনকে সংযমী করে। আর যে ব্যক্তির বিয়ে করার সামর্থ্য নেই, সে যেনো অবশ্যই সাওম পালন করে। কারণ, সাওম তার যৌনস্পৃহা দমনকারী।”””

(আবু দাউদ : ২০৪৬)

127

“আল্লাহ সুদকে বিলুপ্ত করেন এবং সাদাকাহকে বৃদ্ধি করেন; আল্লাহ অকৃতজ্ঞ পাপীদেরকে ভালোবাসেন না।”

(২. সূরাতুল-বাকারাহ : ২৭৬)

126

আবূ হুরাইরাহ (রা.) হতে বর্ণিত,
রাসূলুল্লাহ (সা.) বলেছেন:

“কিয়ামতের দিন আল্লাহ তা’আলা সমস্ত পৃথিবী তাঁর হাতের মুষ্টিতে নিয়ে নিবেন এবং আকাশমন্ডলী তাঁর ডান হাতে গুটিয়ে নিবেন।
অতঃপর তিনি বলবেন: “আমিই বাদশাহ। পৃথিবীর বাদশাহগণ কোথায়?””

(মুসলিম : ৬৭৯৩)

125

رَبَّنَا غْفِرْ لِى وَلِوَٰلِدَىَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ لْحِسَابُ

“হে আমার রাব্ব! যেদিন হিসাব হবে, সেদিন আমাকে, আমার মাতাপিতাকে এবং মু’মিনদেরকে ক্ষমা করুন।”

(১৪. সূরাহ ইবরাহীম : ৪১)